এক নজরে

বিদেশের পার্সেল নজরদারিতে বাজেয়াপ্ত হল কোকেন, হেরোইন

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) মুম্বাইয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট খুলতে গিয়ে পাওয়া মাদক সূত্র ধরে এখন গোটা দেশের বড় শহরগুলোতে সন্ধান চলছে কারবারিদের। আর এই সূত্রেই দিল্লির নারকটিক কন্ট্রোল ব্যুরো গত কয়েক মাসে শুধুমাত্র বিদেশ থেকে আসা পার্সেল এর ওপর নজরদারি চালিয়েই ৫২ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত আট জনকেকে গ্রেপ্তার করেছে এন সি বি।

এদের মধ্যে দুজন আফ্রিকা এবং একজন বার্মার মহিলা রয়েছেন। গত কয়েকদিন আগে এই চক্রের মাধ্যমে আফ্রিকা থেকে আসা আট কেজি হেরোইন, চারশো ৫৫ গ্রাম কোকেন এবং এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এনসিবি।

তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, জাল পরিচয় পত্র তৈরি করে তা এখান থেকে পাঠিয়ে দেওয়া হতো নাইজেরিয়ায়। সেখান থেকেই ওই ঠিকানায় পার্সেল করে পাঠানো হতো মাদক। আর তা ঠিক সময় মত চলে যেত দিল্লিতে বসে থাকা মাদকচক্রের সাঙ্গ পাঙ্গদের কাছে। শুধুমাত্র ডিজিটাল এবং ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে এইসব বিদেশ থেকে আসা পার্সেল নজরদারি করে ভারত এবং নাইজেরিয়ান মাদক চক্রের একটা বড় লিংক ধরতে সমর্থ হয়েছে এনসিবি।