কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে মাদক মামলার তদন্ত করতে গিয়ে অবশেষে বলিউডে মাদকের মাস্টারমাইন্ডের হদিশ পেল এন সি বি। বলিউডের প্রথম সারির অভিনেতা এবং সুপার মডেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদক চক্রের অন্যতম হোতা বলে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তবে এখনই তার নাম প্রকাশ্যে আনতে নারাজ তদন্তকারী সংস্থা। সে ক্ষেত্রে সবকিছু আরো একটি খতিয়ে দেখে তাকে সরাসরি গ্রেপ্তারের রাস্তায় হাঁটতে পারে সংস্থা।মাদক মামলার তদন্তে নেমে রেহা চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক সহ ১৯ জনকে গ্রেপ্তারের পর টানা জেরা করেছে পুলিশ। এই মামলায় মুম্বাই থেকে গোয়ার মধ্যে মাদক পাচারের বেশকিছু প্যাডে লরকেও পুলিশ গ্রেপ্তার করেছিল। একইসঙ্গে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং এর মতো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। সূত্রের খবর, এত লোকের সঙ্গে কথা বলার পরেই, ওই মাস্টারমাইন্ডের যোগ প্রমাণ পেয়েছে এনসিবি।তবে শুধু ওই বলিউডের সুপারমডেলই নই, অন্তত সাত জন বলিউডের প্রভাবশালী অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই মাদক চক্রে জড়িত আছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে এনসিবি। কিন্তু এত বড় বড় রাঘব- বোয়ালদের জালে তোলার ক্ষেত্রে আরও বেশি সময় দিতে চাইছেন তদন্তকারীরা। কেননা আরো বেশি তথ্য-প্রমাণ হাতে না রাখলে যে সমাজের একেবারে উপরের দিকে থাকা এইসব প্রভাবশালীরা জাল কেটে বেরিয়ে যাবেন তাও বুঝে গিয়েছেন তদন্ত যুক্ত অফিসাররা।
এরইমধ্যে বলিউডের অভিনেত্রী ছাড়াও তাদের ম্যানেজার সহ বিভিন্ন ধরনের কর্মীদের ও প্রযোজকদের জেরা করে তিনজন বলিউড অভিনেতাকে খুব শিগগিরই তলব করতে চায় এনসিবি। প্রাথমিকভাবে তথ্য অনুযায়ী, মাস্টারমাইন্ড একজন থাকলেও বলিউডে মাদকচক্র চালানোর ক্ষেত্রে আরও বেশ কিছু প্রভাবশালী কমবেশি যুক্ত ছিলেন। ফলে তাদের বিরুদ্ধে আরও বেশি তথ্য প্রমাণ জোগাড় করতে এখন মরিয়া মাদক তদন্তের আধিকারিকরা।