কলকাতা ব্যুরো: নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক তৈরি করে এবার বিরোধীদের নিশানায় বলিউড স্টার বিবেক ওবেরয়। অভিযোগ, তার শ্যালক ব্যাঙ্গালোরে স্যান্ডেল উড মাদক মামলায় অন্যতম অভিযুক্ত। সেই মামলাতেই এবার বিবেক ওবেরয় জড়িয়ে বিজেপিকে চাপে ফেলতে মাঠে নেমে পড়েছে কংগ্রেসের সঙ্গে মহারাষ্ট্রের শিবসেনা সরকারও।
মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, বিবেক ওবেরয়ের বিরুদ্ধে যদি নারকটিকস কন্ট্রোল ব্যুরো চার – পাঁচ দিনের মধ্যে তদন্ত না করে তাহলে মুম্বাই পুলিশ এবার ওই মাদক মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে।
দু’দিন আগেই ব্যাঙ্গালোর পুলিশ সেখানে বিবেক ওবেরয়ের বাড়িতে হানা দিয়েছিল। তার শ্যালক আদিত্য আলভার মাদক মামলার যুক্ত অভিযোগের সূত্র ধরে। ওই মামলায় ইতিমধ্যেই ১২ জন অভিযুক্ত রয়েছে। অনিল দেশমুখ বলেছেন, কংগ্রেসের নেতা শচীন সাওয়ান্ত তার কাছে গত আগস্ট মাসে অভিযোগ জানিয়েছিলেন, বিবেক ওবেরয় সম্পর্কে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফর্ণবিশ ঘনিষ্ঠ সন্দীপ সিং এবং বিবেক ওবেরয় এর বিরুদ্ধে ওই মাদক মামলায় তদন্তের জন্য। দেশমুখ এর বক্তব্য, কিছুদিন আগেই এ ব্যাপারে এনসিবির কাছে আমরা গোটা ঘটনা জানিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত তাদের দিক থেকে কোন তদন্ত হয়েছে বলে আমাদের জানা নেই। তাই এর মধ্যে যদি এনসিবি তদন্ত শুরু না করে তাহলে মুম্বাই পুলিশি তদন্তে হাত দেবে।
নরেন্দ্র মোদির বায়োপিক তৈরি করে, সেখানে অভিনয় করে, এখন বিজেপির অন্যতম প্রচারের মুখ বিবেক ওবেরয়। ফলে রাজনৈতিকভাবে শিবসেনা এবং কংগ্রেস এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে তদন্তে আসলে বিজেপিকে বিপাকে ফেলতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।