দেশ

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

By admin

July 25, 2022

কলকাতা ব্যুরো: ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার, সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সংসদের সেন্ট্রাল হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সংবিধান অনুযায়ী তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন। চিরাচরিত প্রথা অনুযায়ী দ্রৌপদী মুর্মুকে নিয়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা।

সোমবার সকালে শপথগ্রহণের আগে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুর্মু। শপথগ্রহণ অনুষ্ঠানের পর নতুন রাষ্ট্রপতির ভাষণের পরই সেন্ট্রাল হলের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি ভবনে। সেখানে তিন বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ এদিন সকালেই দ্রৌপদীকে শুভেচ্ছা জানান।

শপথের পরেও কোবিন্দের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।দ্রৌপদী মুর্মুর শপথানুষ্ঠানে দেশের বহু গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে বিজেপির শরিক দল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ওই অনুষ্ঠানে ছিলেন না বলে জানা যাচ্ছে।

তথ্য বলছে, মুর্মু দশম রাষ্ট্রপতি যিনি ২৫ জুলাইয়ে শপথ নিতে চলেছেন। ১৯৭৭ সাল থেকে দ্রৌপদী মুর্মু পর্যন্ত সকল রাষ্ট্রপতিদের শপথ এই তারিখেই হয়েছে।