এক নজরে

ড্রোনে করে দ্রুত ওষুধ পৌঁছবে বাড়িতে

By admin

August 21, 2021

কলকাতা ব্যুরো: বিয়ান্ড ভিজ্যুয়াল লাইন অব সাইট (BVLOS) পদ্ধতিতে এবার ড্রোনের সাহায্যে ওষুধ বহনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে অসামরিক বিমান চলাচলের মহাপরিচালক (ডিজিজিএ) -এর তত্ত্বাবধানে থ্রটল এয়ারস্পেস সিস্টেমস (টিএএস) এবং উড়ান (UDAN) ট্রায়াল রান চালায়।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর গৌরীবিদনুরে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই পরীক্ষা চালানো হয়েছিল। পরিচালক বলেন, দুই ধরনের ড্রোনের ট্রায়াল রান সফল। একটি Medcopter X4 এবং অপরটি Medcopter X8m। প্রতিটি ড্রোন দু কেজি ওজন বহন করার সক্ষমতা আছে। ৫-৭ মিনিটের মধ্যে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে দু কেজি ওজন নিয়ে ড্রোন চলাচল করতে পারবে। এ দিনের ট্রায়াল গানে দু কেজি ওজনের সামগ্রী ২-৭ কিলোমিটার দূরত্বে পাঠানো হয়েছিল।

কম সময়ে ঘন জনবসতি কিংবা দ্রুত যোগাযোগ সম্ভব নয় এমন জায়গাগুলিতে খুব দ্রুতই জিনিসপত্র ড্রোনের মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে। আর এই ড্রোন গুলির বাণিজ্যিকীকরণ হলে, চ্যালেঞ্জের মুখোমুখি না হয়ে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত ডেলিভারি ছাড়াও, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, এবং দুর্যোগের সময় জীবন রক্ষাকারী ওষুধ ও ওষুধ সরবরাহের জন্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। সেই লক্ষ্য পূরণে TAS এবং উড়ান কর্তৃপক্ষ উল্লেখযোগ্য মানের ওষুধ ডেলিভারি সিস্টেম চালু করতে চাই। যাতে খুব সহজেই ভারতের প্রতিটি কোনায় কোনায় মুহূর্তেই ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হয়।

ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে কলকাতায় খাবার পৌঁছনোর উদ্যোগ নিয়েছে ফুড ডেলিভারি সংস্থা সুইগি। আকাশপথে কীভাবে সেই খাবার নগরবাসীর কাছে খাবার পৌঁছবে তার ট্রায়াল রানও শুরু হয়ে গেছে। পরে স্থানীয় প্রশাসন সেই ড্রোন ওড়ানোর অনুমতি দিলেই বাড়ির দোরগোড়ায় উড়ে যাবে ক্রেতাদের পছন্দসই খাবার। তবে ড্রোন ওড়ানোর জন্য চাই প্রশাসনের ছাড়পত্র। সংস্থাটি জানিয়েছে, খাবারের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় তারা ওষুধ ও গুরুত্বপূর্ণ জিনিস সরবরাহ করতে চায় ড্রোনের মাধ্যমে। এক্ষেত্রে তারা কলকাতার আরও দু’একটি সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে।

প্রথমদিকে খাবার পৌঁছানোর কাজ শুরু করলেও ধাপে ধাপে ওষুধ ও কুরিয়ারের কাজ শুরু করবে। ফলে শীঘ্রই বিদেশি ঘরানায় কলকাতার আকাশে ঘন ঘন উড়তে দেখা যাবে ড্রোন। যা বিদেশিদের কাছে অভ্যস্ত হলেও কলকাতাবাসীর কাছে হতে চলেছে একেবারে নতুন বিষয়।