এক নজরে

#DraupadiMurmu : শিনজো আবের মৃত্যুর জের

By admin

July 09, 2022

কলকাতা ব্যুরো: আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। ‘বন্ধু’র প্রয়াণে শোকার্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। আর তার জেরে বাতিল এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) কলকাতা সফর। শনিবারই শহরে আসার কথা ছিল তাঁর।

এনডিএ’র তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর এই প্রথমবার কলকাতায় আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)। শনিবার দুপুরে কলকাতায় আসার কথা ছিল তাঁর। রাজ্য বিধানসভায় গিয়ে ভোট প্রার্থনার সম্ভাবনাও ছিল। একদিনের সফর সেরে ওইদিন আবার ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। ঝটিকা সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সমর্থন আদায়ের চেষ্টা করেন কিনা, তা নিয়ে জল্পনা মাথাচাড়াও দিয়েছিল। তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) প্রয়াণে কলকাতা সফর বাতিল দ্রৌপদীর।

উল্লেখ্য, জাপানের সময় সকাল সাড়ে এগারোটায় (ভারতীয় সময়ে সকাল ৮টা ২৯ মিনিটে) নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই শিনজো আবের (Shinzo Abe) উপরে গুলি চালায় আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় শিনজো আবেকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে প্রাণের কোনও স্পন্দন দেখা যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপরই টুইটে ‘বন্ধু’র জন্য উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তারপরই জাতীয় শোক ঘোষণা করে নয়াদিল্লি জানিয়ে দেয়, আগামিকাল অর্থাৎ শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।