কলকাতা ব্যুরো : দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ব্রাম স্টোকারের ড্রাকুলার গল্প নিয়ে বাংলা ছবি “ড্রাকুলা স্যার” হিট। পুজোয় ২৯ শে অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি নিয়ে এই ছবিটি ভালই সাড়া জাগিয়েছিল। অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী ছবিটিতে অভিনয় করেছেন। দীপাবলিতে পরিচালক নতুন চমক দিতে চলেছেন। হিন্দি সংস্করণ দীপাবলিতে ভালো বাজার করবে বলে আশা প্রযোজনা সংস্থা এস বি এফ এর। দীপাবলিতে হিন্দিতে সারাদেশে ছবিটি ছড়িয়ে দিতে চাইছেন প্রযোজক।
দীপাবলিতে বিগ বাজেটের কোন বলিউড ছবি রিলিজের কথা নেই । সুতরাং দীপাবলিতে এই ছবি রিলিজ হলে ভালো সাড়া জাগাবে বলে আশা করছেন সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি। পরিচালক জানিয়েছেন ছবিটি যে বাঙালি মনে আলোড়ন তুলবে তা আগেই তিনি জানতেন। এটি সম্পূর্ণভাবে বিদেশি ছবির অনুকরণ নয়। বিদেশি ছবিতে ড্রাকুলার চরিত্র দেখতে গিয়ে দর্শক বিদেশি দূর্গের মত বাড়ি, ঘোড়ার গাড়ি, কফিন এই গুলো দেখে থাকেন। কিন্তু এই ছবিটি তার থেকে আলাদা। ছবিটি যেহেতু বাংলায় তৈরি হচ্ছে তাই কাহিনীতে বাঙালি উপাদান আছে। কাহিনী এবং ব্যাক স্টোরির মধ্যেও বাঙালিয়ানা আছে।
ছবির নাম ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এবং অনেকদিন পর আবার ছবিতে ফিরলেন সাংসদ তারকা মিমি চক্রবর্তী।