কলকাতা ব্যুরো: আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু ডুয়ার্সে। এবারের ঘটনাস্থল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকে বামনডাঙ্গা চা বাগানের কাছে খেরকাটা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির।
শনিবার সকালে মফিজুল হক নামে স্থানীয় এক বাসিন্দার সুপারি বাগানে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে খেরকাটা ফরেস্ট বিট ও খুনিয়া ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা ও নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বন দপ্তর জানিয়েছে, বাড়িটির চারপাশ বিদ্যুতের তার দিয়ে ঘেরা ছিল। তাই সুপারি বাগানে ঢুকতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় হাতিটি। এর আগে বামনডাঙ্গা চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেকটি হাতি মারা গিয়েছিল। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্তারা।
এ রাজ্যে হাতি, বাইশন, গণ্ডার সহ জীব জন্তুদের নিরাপত্তায় ব্যাবস্থা নিতে দু মাস আগে স্বত প্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট। মূলত চোরা শিকার ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি সহ জীব জন্তুর মৃত্যু ঠেকাতে রাজ্যকে পরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।