এক নজরে

আবার হাতির মৃত্যু ডুয়ার্সে

By admin

November 05, 2020

কলকাতা ব্যুরো: ফের হাতির মৃত্যু ডুয়ার্সে। এক হস্তীশাবকের মৃত্যু হয়েছে বুধবার রাতে। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, নালায় পড়ে। জলপাইগুড়ি জেলায় বানারহাট থানার দেবপাড়া চা বাগানে একটি নালায় শাবকটির দেহ পাওয়া গিয়েছে।

মনে করা হচ্ছে, পা হড়কে জলশূন্য নালায় পড়ে হস্তীশিশুটি আর উঠতে পারেনি। একপাল হাতি বুধবার রাতে দেবপাড়া চা বাগানে ঢুকেছিল। ওই পালে শাবকটি ছিল বলে মনে করা হচ্ছে। বনকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। পৌঁছেছেন অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা।