এক নজরে

বিষ মাখানো চিঠি ট্রাম্পকে

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো: বিষ মাখানো চিঠি পাঠানো হলো মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে। যদিও ট্রাম্পের কাছে পৌঁছানোর আগেই পরীক্ষায় তা ধরে ফেলে হোয়াইট হাউসের নিরাপত্তা বাহিনী। রিচিন নামে মারাত্মক এক বিষ মাখানো চিল ওই চিঠিতে।যার সংস্পর্শে এলে ৩৬ থেকে ৭২ঘন্টার মধ্যে মৃত্যু হয় মানুষের।

নিউ ইয়র্ক টাইমস এবঙ সিএনএন সূত্রে খবর, ওই চিঠিটি পাঠানো হয়েছিলো কানাডা থেকে। ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। তার কাছ থেকে একটি বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে।