এক নজরে

হারের গন্ধ পেয়ে সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন ট্রাম্প

By admin

November 04, 2020

কলকাতা ব্যুরো : চারটি প্রদেশের ফল ঠিক করে দেবে আগামী চার বছরে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন। যদিও এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিডেন। তবে শেষ মুহূর্তে খেলা পাল্টে যেতে পারে। এই পরিস্থিতিতে স্নায়ুচাপ রাখতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। কোনরকম প্রয়োজন ছাড়াই বন্ধ করতে চাইছেন ভোট গণনা। বলছেন সুপ্রিম কোর্টে যাবেন। যা চলছে তা মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা হচ্ছে বলে ট্রাম্পের বক্তব্য। প্রশ্ন উঠছে তবে কি হারের গন্ধ পাচ্ছেন?

মার্কিন ভোটে ম্যাজিক ফিগার ২৭০। এখনো পর্যন্ত ২২০ টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিডন। পিছিয়ে নেই ট্রাম্প ও। ইতিমধ্যেই অহিও, ফ্লোরিডায় জয় পেয়েছেন ট্রাম্প। রাজনীতির বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে ২০১৬ সালের মতো সব ওলট পালট করে দিয়ে আরো একবার ক্ষমতায় আসতে পারেন ট্রাম্প। লড়াই এতটাই জোরদার। তার পরেও কেন অস্থির ট্রাম্প তা নিয়ে অনেকেই অবাক।

ভোট কারচুপির অভিযোগ আনার পরে সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়েছে। এদিন বিডেন ভোট চুরি করছে বলে অভিযোগ এনে টুইটারের করেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে চক্রান্ত হচ্ছে বলে বারে বারে অভিযোগ করছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়া থেকে কানেকটিকাট ভার্মেন্ট থেকে মেরিল্যান্ড ডেমোক্র্যাটদের জয় নিয়ে তিনি সন্দিহান। তাই বলছেন গণনা অবিলম্বে বন্ধ হোক।

বিডেন কিন্তু স্বমেজাজেই। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বলেছেন তারা জয়ের পথে হাঁটছেন। শেষ পর্যন্ত প্রতিটি জায়গায় গণনা হয়ে গেলে বোঝা যাবে। তিনি জানান অ্যারিজোনা জর্জিয়া ইত্যাদি জায়গায় তারাই জিতবেন।