কলকাতা ব্যুরো: গণধর্ষণ ও তরুণীকে নৃশংস খুনের ঘটনায় প্রবল চাপে সিবিআই তদন্ত দেওয়ার পরেই পুলিশের বিরুদ্ধে ওঠা বেআইনিভাবে নির্যাতিতার দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগে হাথ রাসের জেলাশাসক ও পুলিশ সুপারকে কাঠগড়ায় তুলে দিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্য পুলিশের ডিজি এইচ সি আওয়াস্থি এদিন সংবাদসংস্থাকে বলেন, স্থানীয় প্রশাসন অর্থাৎ হথরাসের ডিএম ও এসপি স্থানীয়ভাবে দেহ দাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। লখনৌ থেকে এ ব্যাপারে কোনো নির্দেশ পাঠানো হয়নি।
শনিবার শনিবার রাজ্য পুলিশের ডিজির এই বক্তব্যে স্পষ্ট, চাপে পড়ে উত্তরপ্রদেশ সরকার এবার বলি করছে জেলার এসপি ও ডিএমকে। যদিও এর আগে উত্তরপ্রদেশের আইজি আইন-শৃঙ্খলা দাবি করেছিলেন, পুলিশ দেহ মাঝরাতে জ্বালিয়ে দিয়ে কোন অন্যায় করেনি। কিন্তু একদিকে তরুণীকে গণধর্ষণ ও তারপরে নৃশংস খুনের সঙ্গেই পরিবারের অনুমতি না নিয়ে মাঝরাতে কেরোসিন তেল ঢেলে নির্যাতিতার দেহ জ্বালিয়ে দেওয়ায়, সারাদেশেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল যোগী আদিত্যনাথ এর সরকারকে। এবার চাপে পড়ে সিবিআই তদন্ত দেওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনকে কাটগড়া য় তুলে মোটামুটি হাত ধুয়ে ফেলল সরকার। ইতিমধ্যেই ওই পুলিশ সুপারসহ 7 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version