এক নজরে

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মারা গেলেন ডিন জন্স

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো: ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য জারি রেখেই হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ডিন জন্স। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৫৯ বছর। বর্তমান চলা আইপিএলের ম্যাচ গুলিতে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি তার বিশ্লেষণ করার জন্য তিনি কর্মরত ছিলেন। মুম্বাইয়ের হোটেলে উঠেছিলেন। সেখান থেকেই তিনি তার ধারাভাষ্যের কাজ করছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টি টেস্ট ম্যাচ খেলেছেন সর্বোচ্চ রান করেছিলেন ২১৬ টি। ১৬৪ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাত টি একশো রানের মালিক তিনি। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে তিনি পরিচিত ছিলেন ক্রিকেট মহলে।