এক নজরে

দিলীপ কুমারের দুই ভাই মৃত করোনায়

By admin

September 03, 2020

কলকাতা ব্যুরো: মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেলেন অভিনেতা দিলীপ কুমারের ছোট দুই ভাই। দুই জনেই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন।দিলীপ কুমারের পরের ভাই এহসান খান বুধবার রাতে মারা যান। এর আগে ২১ আগস্ট তার ছোট ছোট আসলাম খান মারা যান ওই একই হাসপাতালে. দুজনারই প্রবল শ্বাসকষ্ট ছিল। তাই তাদের দু’জনকেই ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের ওই হাসপাতালে।