কলকাতা ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রশিক্ষণ নেওয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শৃঙ্খলা একেবারে মাপা। তিনি সারাদিন ধরে যতই দৌড়ঝাঁপ করুন না কেন, সকালটা তিনি শরীরচর্চার মধ্যেই নিজেকে অন্তত কিছুটা সময় যুক্ত রাখেন। কলকাতায় থাকলে ইকো পার্ক বা তার আশপাশে নিয়ম করেই তিনি বেরিয়ে পড়েন শরীরচর্চা করতে।
যদিও বর্তমানে তিনি একজন সাংসদ বা একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতি শুধু তাই নয়, তার দল সর্বভারতীয় ক্ষেত্রে সবার উপরে। আর এ রাজ্যে বিজেপির উত্থানে তিনি অন্যতম কাণ্ডারী। ফলে তার দেখা পাওয়ার জন্য বহু মানুষ ভিড় করেন সেই ভোর থেকে, যখন তিনি নিজের মতো মর্নিং ওয়াকে বের হন।
যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই আপ্তবাক্য খাটে দিলীপ ঘোষের ক্ষেত্রেও। ফলে তিনি সকালে হাঁটা এবং শরীরচর্চা করতে বেরিয়েও কিছুটা মানুষের সঙ্গে কথাবার্তা বলে নেন। এমনকি এখন যত নির্বাচন এগিয়ে আসছে ততই আমজনতার সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ারও একটা করে ইউনিট ভোর থেকে ঘুরছে তার পিছন পিছন। ফলে একদিকে সকালে শরীরচর্চা তার সঙ্গেই জনসংযোগ আর বাড়তি দায়িত্ব এখন সকালে উঠেই ইলেকট্রনিক মিডিয়ায় কিছু দিলীপ ঘোষোচিত মন্তব্য বাইট হিসেবে তুলে দেওয়া যা নিয়ে দিনের পরের অংশটা সরগরম থাকে বাংলার রাজনীতির আঙিনা।