এক নজরে

অসুস্থ দিলীপ ঘোষ

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আগামী কয়েকদিনের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। তবে তা কোভিড-১৯ এর কারণেই কিনা তা এখনো স্পষ্ট নয়।

এদিকে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের। তিনি নিজেই এক টুইটে একথা জানিয়েছেন। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলকেই তিনি কোভিড টেস্ট করিয়ে নিতে আবেদন জানিয়েছেন। আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।