কলকাতা ব্যুরো: আবার বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ রাজ্যে বোমা, গুলি, বন্দুক পাওয়া যায়। জঙ্গি ধরা পড়ে। তাই এ রাজ্যকে দ্বিতীয় কাশ্মীর বলে দেগে দিলেন দিলীপ ঘোষ। বুধবার সিউড়িতে চা-চক্রে দিলীপ ঘোষের বক্তব্য, বীরভূম ও মুর্শিদাবাদ শুধু বোমার কারখানার জন্য বিখ্যাত। মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়ে। গোটা রাজ্য টাই দ্বিতীয় কাশ্মীর হয়ে গিয়েছে।শীতের সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই আলটপকা মন্তব্য রাজনীতির হাওয়া গরম করে দিয়েছে। তৃণমূলের তরফে কুনাল ঘোষের পাল্টা বক্তব্য, বিহার, উত্তরপ্রদেশের দিকে নজর দিন। বাংলা নিয়ে অযথা মন্তব্য করবেন না। একই সঙ্গে এমন কথা বলার জন্য দিলীপ ঘোষকে কাঠ গড়ায় তুলেছে সিপিএম। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এমন মন্তব্যের যেমন বিরোধিতা করেছেন, আবার তেমনি এ রাজ্যে সন্ত্রাসের দায় চাপিয়েছেন বিজেপি ও আরএসএসের ঘাড়ে ও। মহম্মদ সেলিমের বক্তব্য, আরএসএস সন্ত্রাস পাকাচ্ছে। যদিও বর্তমান রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অসন্তোষ জারি রেখেছে সিপিএম। সেলিমের মতে এমনভাবে একটা জায়গার সঙ্গে আর একটা জায়গার তুলনা করা যায় না। বাংলা বাংলা ই। আর কাশ্মীর কাশ্মীর। ভোটবাজারে প্রচার পাওয়ার জন্য এমন দিলীপ ঘোষ উল্টোপাল্টা মন্তব্য করছেন বলে অভিযোগ সেলিমের।