এক নজরে

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনঘন রাজ্যসভার চ্যালেঞ্জ পুলিশের

By admin

December 20, 2020

কলকাতা ব্যুরো: এখন দুদিন করে সফরে এলেও আগামীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় থাকার মেয়াদ আরও বাড়বে বলে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, আগামী দিনে অমিত শাহ এসে থাকার মেয়াদ আরও বাড়িয়ে ফেলতে পারেন। সে ক্ষেত্রে এক সপ্তাহ তিনি এ রাজ্যে টানা কাটাতে পারেন বলে তার দাবি। ফলে বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন সফরে একদিকে তৃণমূলের পাশাপাশি পুলিশ কর্তারা প্রমাদ গুনছেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ডায়মন্ড হারবার সফরের বিরম্বনা এখনো রাজ্য পুলিশের কাটেনি। তার উপরে প্রতিমাসে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে হাজির হন, আর জেলায় জেলায় সফর করেন, সেক্ষেত্রে পুলিশের অবস্থা কি হবে তা নিয়ে রীতিমতো সংশয়ে শীর্ষ পুলিশকর্তারা।

এক পুলিশ অফিসার বলেন, এখনও মুখ্যমন্ত্রী সেইভাবে জেলা সফরে বেরননি। কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসলে মুখ্যমন্ত্রীও জেলায় জেলায় সফর করবেন। তার উপরে থাকবেন বিজেপির আরো হেভিওয়েট নেতারা। এই অবস্থায় সবদিক কোনও বিতর্ক ছাড়াই সামাল দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জ হবে পুলিশের ক্ষেত্রে।