এক নজরে

তৃণমূল নেতাদের জেলের ভাত খেতে হবে : চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ

By admin

November 17, 2020

কলকাতা ব্যুরো : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে সুর ছড়াতে শুরু করেছেন। প্রস্তুতি তুঙ্গে। আজ চায়ে পে চর্চায় বিজেপির সেনাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ইডি তৃণমূল নেতাদের সমস্ত সম্পত্তি খুঁজে বের করবে। তাদের জেলের ভাত খেতে হবে। একাধিক জায়গায় চর্চায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরকম এক চর্চায় তিনি জানান বাংলায় জোটের সম্ভাবনা নেই। বাম কংগ্রেস জোট সম্পর্কে বলতে গিয়ে এ কথা জানান তিনি।

তিনি জানিয়েছেন এই রাজ্যে কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই। প্রসঙ্গত উল্লেখযোগ্য আজ তৃতীয় দফা বৈঠকে বসতে চলেছে বামফ্রন্ট ও কংগ্রেস। বিধানসভা ভোটে আসন রফা কি হবে সেই আলোচনায় বসবে দুই দল।

এদিকে প্রায় ২ লক্ষ বেকার যুবকদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছে রাজ্য সরকার। এই খবরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন তেলের পয়সা কে দেবে। তিনি বলেন কর্মসংস্থানের উপর জোর না দিয়ে মানুষকে ভুল পথে চালনা করা হচ্ছে। একইসঙ্গে তিনি খোঁচা দেন তৃণমূলের স্ট্র্যাটিজি মেকার প্রশান্ত কিশোর কে। পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, বিজেপি ভাড়াটে সৈন্য নিয়ে লড়াই করে না।

ইকো পার্কের প্রাতঃভ্রমণে গিয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান তথ্য প্রযুক্তির উপর বিশেষভাবে জোর দেয় বিজেপি। সেই কারণেই অমিত মাল্যবের রাজ্যে আগমন। দিলীপবাবু আরো বলেন কেন্দ্রীয় বাহিনী এনে রাজ্যে ভোট হবে। রাজ্য পুলিশকে ধারে কাছে ঘেষতে দেওয়া হবে না।