এক নজরে

দিলীপ ঘোষের গাড়িতে হামলায় পাল্টা বিক্ষোভ

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো: দিলীপ ঘোষের গাড়িতে হামলার উত্তাপ ছড়ালো রাজ্যে কলকাতা থেকে শুরু করে জেলাতেও। দুপুরের পর থেকে বেলুড়, ভাটপাড়া, হাওড়া, কোচবিহার, মেদিনীপুরের মতো বিভিন্ন জায়গায় রাস্তায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কোথাও টায়ার জ্বালানো হলো। কোথাও পুড়লো কুশপুতুল। দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিলেন এমন হামলার পিছনে তৃণমূল রয়েছে। বাবুল সুপ্রিয়র হুঁশিয়ারি, এমনটা চলতে থাকলে ৩৫৬ ধারা জারি হবে।

যদিও বৃহস্পতিবার জয়গায়ে দিলীপ ঘোষের গাড়িতে তার কনভয়ের একটি গাড়ি থেকেই ইট ছোড়া হয়েছে বলে দাবি করল রাজ্য পুলিশ। পুলিশের একটি সূত্রের দাবি, ওই কনভয়ের পিছনের একটি গাড়ি থেকে ইট ছড়া হয়েছিল দিলীপ ঘোষের গাড়িতে। যদিও যে কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে তাতে কনভয়ের একটি চলন্ত গাড়ি থেকে ইট ছুড়লে এমন ভাঙচুর হয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও, ববি হাকিম বলেছেন, তৃণমূল গান্ধীবাদী দল। কোন হিংসার রাজনীতি করে না তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা থেকে দূরে থাকতে সবসময় নির্দেশ দেন। উল্টে বিজেপির বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর, অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছেন তিনি।

আলিপুরদুয়ারের তৃণমূল নেতারা আঙুল তুলেছেন বিজেপির দিকে। তাদের অভিযোগ, বিজেপি ডুয়ার্স ও পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে মিথ্যে অভিযোগ এনে রাজ্যে উত্তেজনা তৈরীর চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূলের।