%%sitename%%

এক নজরে

Dilip Ghosh: দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, মাথা ফাটলো বিজেপি সমর্থকের

By admin

September 27, 2021

কলকাতা ব্যুরো: ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা। সোমবার সকালে ভবানীপুরে প্রচারে যান দিলীপ ঘোষ। অভিযোগ, সেইসময় তৃণমূলের কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে। দিলীপ ঘোষকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ পরে নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন৷ আর সোমবার প্রচারের শেষ দিন। সেক্ষেত্রে, প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও দলই। বিজেপির তরফে, আজ ভবানীপুরে প্রচারে যান দিলীপ ঘোষ। যদুবাবুর বাজারে লিফলেট বিলি করছিলেন তিনি৷ অভিযোগ, সেইসময় হঠাৎ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। দিলীপ ঘোষকে রীতিমতো ধাক্কা দেওয়া হয়। স্লোগান ওঠে ‘জয় বাংলা’৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন দিলীপ ঘোষও। তবে এদিন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী রিভলভার উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান। তবে এদিন দিলীপ ঘোষকে বাঁচাতে গিয়ে বিজেপি সমর্থক ভাব নারায়ণ সিংয়ের নেতার মাথা ফেটে যায় বলেই খবর। শাসক দলের দিকেই অভিযোগের তির। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ভাব নারায়ণ সিংকে। এদিকে ভবানীপুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আজ বিকেল চারটের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে প্রচার করার সময় অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ঘটনাস্থলে এদিন যেতে পারেন শুভেন্দু অধিকারী। এদিন সকালেই দিলীপ বলেছিলেন, ‘বাংলায় হিংসার রাজত্ব চলছে। দলের একাধিক কর্মীকে হত্যা করা হচ্ছে।’ প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ, ‘ভয়ের রাজনীতি, হিংসার রাজনীতি আর লোভের রাজনীতি। বাংলায় এটাই তৃণমূলের রেসিপি।’ সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘আমার মনে হয় বাংলার মানুষ অনেক সহ্য করেছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এর বিরুধ্যে একটা সংকেত দিয়েছেন। অতএব বুঝে যাওয়া উচিত রাজনীতিতে এই ধরণের সন্ত্রাসের কোনও জায়গা নেই।’

ভবানীপুরে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন বিজেপির নেতারা ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেরকমই অভিযোগ তুলছেন বারবার ৷ এদিকে, আজ ফের ভবানীপুরে বিজেপির প্রচারে উত্তেজনা ছড়াল ৷ বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ৷ প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তিনিও ৷