এক নজরে

ধ্যানচাঁদ ১১৫

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো: হকির জাদুকর ধ্যানচাঁদের আজ ১১৫ তম জন্মবার্ষিকী। সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপিত হচ্ছে এই দিন। করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবন থেকে এই অনুঠানে যোগ দেবেন। ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু দিল্লির বিজ্ঞান ভবনে উপস্থিত থাকবেন।

পুরস্কার প্রাপকেরা দেশের বিভিন্ন সাই কেন্দ্র থেকে যোগ দেবেন।