কলকাতা ব্যুরো: এবার করোনা আবহে অন্য ব্যবসার সঙ্গেই মার খেয়েছে সোনার বাজারও। বাজারে ব্যবসা নেমেছে হু হু করে। ধনতেরাসেও ক্রেতা পাওয়া দুষ্কর। তাই সোনার ব্যবসায়ীরা এখন অনলাইনের উপরে ভরসা রাখছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। এমনকি নামিদামি ব্যবসায়ীরা সোনার গয়নার বুটিকের দিকে ঝুঁকছেন। নিজেরাই ক্রেতার চাহিদা মেনে সোনার গয়নায় করে দিচ্ছেন নকশা।

যদিও এরই মধ্যে কিছু মানুষ সোনা, রুপোর অলংকার কেনার জন্য এখন বউবাজারের সোনা পট্টিতে যাতায়াত শুরু করেছেন। লোকজনের আনাগোনা বেড়েছে অন্য সোনার দোকানগুলিতে। গত দিন কয়েক দিন ধরেই সোনার বাজারগুলিতে আবার লোকের পা পড়ছে বেশি। যদিও ব্যবসায়ীরা বলছেন, দাম কমলেও ক্রেতার হাতে টাকা না থাকায় ব্যবসা সেভাবে হচ্ছে না।

আবার করোনাই দূরত্ব বিধির বিষয়টি মাথায় রেখে বহু ক্রেতাই দোকানে আসতে ভয় পাচ্ছেন। তাই তাদের জন্যই ফেসবুক-টুইটার, ইনস্টাগ্রামে প্রোডাক্ট এর বিবরণ দিয়ে ব্যবসায়ীরা বাজার ধরছেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে, করোনা আবহে অনলাইনের ব্যবসা ২০০ শতাংশ বেড়েছে। এই পর্যবেক্ষণ মাথায় রেখেই সোনার ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট নিয়ে অনলাইনের মঞ্চে উপস্থাপনা করছেন।

যদিও তার মধ্যেও প্রথাগতভাবেই বিশ্বাস রেখে এখন সোনার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। যাদের সামর্থ্য কম, তারা বড় গয়নার দিকে না ঝুঁকে হালকা সোনার গয়না কিনে ফেলেছেন। আবার কেউ কেউ রুপোর গয়না, থালা-বাটি ও কিনছেন।

Share.
Leave A Reply

Exit mobile version