কলকাতা ব্যুরো: অষ্টমীর সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখা করলেন সস্ত্রীক রাজ্যপাল জাগদীপ ধনকার। বেশ কিছুক্ষণ তিনি বুদ্ধবাবুর পাম অভ্যানিউর বাড়িতে ছিলেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লিভিং স্টেটসম্যান বলে অভিহিত করেন।

রাজ্যপালের বক্তব্য, ওনার সঙ্গে যা কথা হয়েছে, সে ব্যাপারে কিছু বলবো না। বুদ্ধবাবুর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বলে জানান রাজ্যপাল। একই সঙ্গে তাঁর চোখের সমস্যা আছে বলেও তিনি জানান। তবে বুদ্ধ বাবুর সঙ্গে তার এ রাজ্য নিয়ে কথা হয়েছে বলেও ইঙ্গিত করেন জগদীপ ধনকার।

মাঝেমাঝেই তিনি ফোন করে স্ত্রী মিরা ভট্টাচার্যের কাছে বুদ্ধবাবুর শরীর সম্পর্কে খোঁজখবর নেন। সপ্তমীর দিন এভাবেই তিনি ফোন করেছিলেন বলে জানিয়ে রাজ্যপাল বলেন, তখনই ঠিক করি, আজ ওনাকে দেখতে আসবো। ওনার মত বিরাট মাপের মানুষের সঙ্গে কথা বলে তিনি যে তৃপ্তি পান, সে কথাও বলেন রাজ্যপাল। এবার করোনা আবহে তার সমর্থন হাইকোর্টের এবারের মন্ডপ দর্শকশূন্য রাখার রায়ে। তার কথায় এরাজ্যে দু দশক ধরে আসছি। এখানে দুর্গাপুজো মানে যে ঠিক কি জিনিস, তা বাইরে থেকে মানুষ ভাবতে পারবে না। এখানে সামনে যাদের দেখা যায়, আর এই শিল্পের পেছনে যারা আছে তারাই একটা খুব বড় সংখ্যায়। রাজ্যপালের বক্তব্য, যে শিল্প সংস্কৃতির চর্চা এই পূজা উপলক্ষে হয়, তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়।

Share.
Leave A Reply

Exit mobile version