এক নজরে

ধামসা মাদল আর সাওতালি সংগীতের ছন্দে সহরাই উৎসব

By admin

January 12, 2021

কলকাতা ব্যুরোঃ বার্নপুর হারামডি সাওতালপাড়া ধামসা মাদল আর সাওতালি সংগীতের ছন্দে সহরাই উৎসবে মেতে উঠেছে শিল্পাঞ্চলের সাওতালি পল্লীগুলি l ২৫ শে মাঘ অর্থাৎ ১০ই জানুয়ারি শুরু হয়েছে এই উৎসব l চলবে ১৫ই জানুয়ারী পর্য্যন্ত l উৎসব উপলক্ষে পল্লীর মাটির বাড়িগুলি সেজে উঠেছে রংবাহারী দেওয়াল চিত্রে l সাওতালি পূজা পাঠ, তাদের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির নানান রীতিনীতি প্রকাশিত হয় এই সরহায় উৎসবে l