কলকাতা ব্যুরোঃ বার্নপুর হারামডি সাওতালপাড়া ধামসা মাদল আর সাওতালি সংগীতের ছন্দে সহরাই উৎসবে মেতে উঠেছে শিল্পাঞ্চলের সাওতালি পল্লীগুলি l ২৫ শে মাঘ অর্থাৎ ১০ই জানুয়ারি শুরু হয়েছে এই উৎসব l চলবে ১৫ই জানুয়ারী পর্য্যন্ত l উৎসব উপলক্ষে পল্লীর মাটির বাড়িগুলি সেজে উঠেছে রংবাহারী দেওয়াল চিত্রে l সাওতালি পূজা পাঠ, তাদের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির নানান রীতিনীতি প্রকাশিত হয় এই সরহায় উৎসবে l