কলকাতা ব্যুরো: ব্যারাকপুরে ভর সন্ধ্যায় প্রকাশ্যে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় আজ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সকাল ১০ টায় ডাকা হয়েছিল তাঁদের। যদিও দুজনের কেউই উপস্থিত হননি রাজভবনে। এ নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যপাল এবার সরাসরি কথা বলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের সঙ্গে। খুনের ঘটনার পর গতকাল রাতেই টুইটে রাজ্যপাল বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ওই প্রসঙ্গেই তিনি ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের ওই দুই পদস্থ অফিসারকে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল। এর আগেও একাধিকবার রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছেন। প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন, রাজ্যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে।
অন্যদিকে রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজে রাজভবন হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এ বিষয়ে রাজ্যপালকে দীর্ঘ নয় পাতার চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version