কলকাতা ব্যুরো: শুক্লা চতুর্দশী শক্তিপীঠ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস। এই উপলক্ষ্যে আজ ভক্ত সমাগম তারাপীঠে। সকালে মায়ের স্নানের পর তাঁকে সাজানো হয়েছে রাজবেশে। সকালে শুরু হয়েছে বিশেষ অঞ্জলি। চলছে হোম, যজ্ঞ। চলছে বলিদান পর্ব।
মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, এদিন তারাপীঠে তারা মায়ের পুজো শুরু করেছিলেন ভৈরব ঠাকুর নামে এক পূজারি। সে কারণে এটিকেই মায়ের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয়। তবে এবার করোনা আবহে ভক্ত সমাগম অনেকটাই কম। স্হানীয় এবং ৩০-৪০ কিলোমিটার দূরত্বে যারা থাকেন, তারা গাড়ি নিয়ে এসেছেম। ট্রেন বন্ধ থাকার কারণে বহু মানুষই আসতে পারেননি। তবে যারা আসছেন তাদেরকে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি রক্ষায় বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।
Previous Articleসামান্য উন্নতি সৌমিত্রর
Next Article বীরভূমে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু
Related Posts
Add A Comment