কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে নিজেই দুঃসংবাদটি জানিয়েছেন তিনি। বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন সাংসদ। মঙ্গলবার সকালে টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি জানান, তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। তবে বর্তমানে সাংসদের অবস্থা স্থিতিশীল। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। গত তিনদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, প্রত্যেককে চিকিৎসের পরামর্শ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন, তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ লুইজিনহো ফ্যালেইরো। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে টুইট করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফ্যালেইরো। জানান, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। যাঁরা গত কয়েকদিনে সাংসদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষার পাশাপাশি আগাম সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন লুইজিনহো।
উল্লেখ্য, দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রমণ ক্ষমতা ধরে করোনার এই অবতার। এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছডিয়েছে এই স্ট্রেন। ছোবল দিয়েছে প্রায় ২ লক্ষ মানুষকে। যার ফলে রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছে, ডেল্টার চেয়ে বেশি সংক্রমক ওমিক্রন। অতএব, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় সমস্ত রাজ্যের জেলাশাসকদের পরিস্থিতি বুঝে কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।