এক নজরে

#Derek O’Brien : বাদল অধিবেশনের আগে স্পিকারের ডাকা সর্বদল বৈঠক বয়কট তৃণমূলের

By admin

July 16, 2022

কলকাতা ব্যুরো: লোকসভার স্পিকার ওম বিড়লার ডাকা সর্বদল বৈঠক বয়কট করলো তৃণমূল কংগ্রেস। সংসদের বাদল অধিবেশনের আগে দস্তুর মেনে শনিবার সর্বদল বৈঠক ডেকেছিলেন স্পিকার ওম বিড়লা। তবে সেই সর্বদল বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি থাকছে না। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’ Brien) এদিন টুইট করে দাবি করেছেন, সংসদ অধিবেশনের আগে সর্বদল বৈঠকগুলি আসলে ভড়ং। ওতে কাজের কাজ কিছু হয় না।

ডেরেকের (Derek O’ Brien) আরও দাবি, মোদি সরকারের আমলে সংসদে মানুষের ইস্যু নিয়ে কথাই বলা যায় না। ওরা সবসময় ভীত। সংসদীয় গণতন্ত্রকে রসিকতায় পরিণত করেছে। সংসদ অধিবেশনের আগে স্পিকারের ডাকা সর্বদল বৈঠকও অর্থহীন বলে মনে করছেন ডেরেক (Derek O’ Brien)। টুইটে সেটাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা। তাঁর বক্তব্য, অধিবেশনের আগের সর্বদল বৈঠকগুলি আসলে ভড়ং। এটা প্রধানমন্ত্রীর জন্য একটা ছবি তোলার সুযোগ মাত্র। যেখানে তিনি বলেন, আমরা যে কোনও বিষয়ে আলোচনায় রাজি। কিন্তু শেষপর্যন্ত বিরোধীদের আর পাত্তা দেন না।

রীতি অনুযায়ী সংসদের অধিবেশনের আগে সব দলের লোকসভা এবং রাজ্যসভার দলনেতাদের নিয়ে বৈঠক করেন স্পিকার। ওই বৈঠকগুলিতে সরকারপক্ষ বিরোধীদের কাছে সমর্থন প্রত্যাশা করে। সেইমতো ওম বিড়লার ডাকা বৈঠকে উপস্থিত থাকার কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েনের।

তবে ডেরেক সরকারের উপর ক্ষোভপ্রকাশ করে টুইট করলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি ব্যস্ত থাকবেন, তাই সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। সূত্রের খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকার জন্যই এই সর্বদল বৈঠকে থাকছেন না তিনি।