এক নজরে

ডেরেক-দোলা সহ সাসপেন্ড আট সাংসদ

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো: রবিবার রাজ্যসভায় কৃষি বিল পাস করাকে কেন্দ্র করে হাঙ্গামার অভিযোগে আট সাংসদকে সাসপেন্ড করল রাজ্যসভা। এই তালিকায় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন রয়েছেন।

বাংলার এই দুই তৃণমূল সাংসদ ছাড়াও কংগ্রেসের তিন, সিপিএমের দুই ও আপ দলের একজন সাংসদ সাসপেন্ড হয়েছেন।