কলকাতা ব্যুরো : বিধান নগর পুরসভা এলাকায় ডেঙ্গি ও করোনা এই দুইয়ের বাড়বাড়ন্তে অতিষ্ঠ মানুষ । দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। বিধান নগর পুরসভা অবশ্য দাবি করেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণ এর মধ্যেই আছে। তবে করোনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চালানো হচ্ছে পুরসভার তরফ থেকে। কিন্তু নিয়ম না মানার জন্য করণা বেড়ে চলেছে বিধান নগর পুরসভা এলাকায়।

বিধান নগরে এখনো পর্যন্ত ১১ হাজার চারশো কুড়ি জন আক্রান্ত হয়েছেন। ১০ হাজারেরও বেশি মানুষ এর মধ্যে সুস্থ হয়েছেন। কিন্তু সংক্রমণ এবং মৃত্যুর হার যথেষ্ট উদ্বেগজনক। পুরসভা সূত্রে জানা গেছে দিনে প্রায় ১০০ জনের মত বাসিন্দা বিধান নগর এলাকায় আক্রান্ত হচ্ছেন। কিন্তু সেপ্টেম্বর এ সংখ্যা ছিল ৫০ থেকে ৭০ এর মধ্যে। এখনো পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে পুরসভা। গত ১২ নভেম্বর থেকে এখনো পর্যন্ত করণায় মৃত্যু হয়েছে ১২ জনের।

বাসিন্দাদের একাংশ নিয়ম না মানার প্রবণতা পুজোর পর থেকে বেড়েছে। ছট পুজোতে মাস্ক না পড়া এবং দূরত্ব না মানায় বেশ কিছু মানুষ করোনা য় আক্রান্ত হয়েছেন। পুরো কর্তৃপক্ষ জানিয়েছেন দোকানে বাজারে, বাসে মানুষের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা দিয়েছে। বিধান নগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চট্টোপাধ্যায় এর বক্তব্য, নিয়ম মেনে চলার ক্ষেত্রে শিথিলতায ই বাড়িয়ে দিয়েছে করণা আক্রান্তের সংখ্যা। এখন আবার করোনার সঙ্গে দেখা দিয়েছে ডেঙ্গি। এলাকাবাসীর অভিযোগ খালের জল পরিষ্কার না হওয়ায় মশার প্রকোপ বাড়ছে বিধান নগর এলাকায়।

Share.
Leave A Reply

Exit mobile version