কলকাতা ব্যুরো: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি সহ উত্তর ভারত। শুক্রবার রাত ১০ টা ৩৪ এ কেঁপে ওঠে দিল্লির মাটি। পাঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানাতেও ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন হাজার হাজার মানুষ। প্রায় ৩০ সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়। পাঞ্জাবে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল বেশি। দিল্লিতে ৪.৫। দিল্লি ছাড়া নয়ডায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে বহুতল আবাসন গুলি থেকে মানুষ বেরিয়ে আসেন। যেসব অফিসে রাতে কাজ চলছিল, সেখান থেকে কর্মীরা ভয়ে বেরিয়ে পড়েন রাস্তায়।এদিন প্রথম ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্থানে। রিখটার স্কেলে তার তীব্রতা ৭.১। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।