এক নজরে

দিল্লি দাঙ্গার ঘটনায় ইয়েচুরি

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: দিল্লি দাঙ্গার অতিরিক্ত চার্জশিটে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব কিংবা জয়তি ঘোষকে অভিযুক্ত করা হয়নি। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টকে অস্বীকার করে এক টুইট বার্তায় এই দাবি করেছে দিল্লি পুলিশ। শনিবারই ওই ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহল এবং সংবাদ মহলে। তারপরই ওই টুইট বার্তা দিল্লি পুলিশের।

এদিকে এদিন এ প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জানান, তাদের নাম প্রত্যাহার নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ দিল্লির যে ভয়াবহ দাঙ্গায় ৫৬ জন সাধারণ মানুষের প্রাণ গেলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু সিএএ এবং এনআরসি বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে যারা যুক্ত ছিলো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।