কলকাতা ব্যুরো: বল প্রয়োগ করেও কৃষকদের দিল্লি চলো অভি যান ঠেকাতে পারছে না পুলিশ। বৃহস্পতিবার এর পর শুক্রবার সকাল থেকে দিল্লি ঢোকার সব রাস্তা বন্ধ করা হয়েছে। কিন্তু তারই মাঝ দিয়ে বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার কৃষক হরিয়ানা, উত্তর প্রদেশ হয়ে দিল্লি ঢুকছেন। বৃহস্পতিবার দফায় দফায় ব্যারিকেড করা হয়। জলকামান ব্যবহার করা হয়। ১৪৪ ধারা জারি করা হয় হরিয়ানার বিভিন্ন এলাকায়। ব্যাপকভাবে লাঠিচার্জ করে ও জলকামান দেগে কৃষকদের পিছু হটার পরিস্থিতি তৈরি চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি।

মূলত রাজস্থান, কেরালা, পাঞ্জাব, উত্তরাখান্ড, উত্তর প্রদেশ থেকে পাঁচটি জাতীয় সড়ক ধরে দলে দলে কৃষক দিল্লির দিকে যাত্রা করেছেন। কেন্দ্রের কৃষি বিরোধী বিল বাতিলের দাবিতে পূর্বঘোষণা মতই দিল্লি চলো অভিযানে সামিল হয়েছেন হাজার হাজার কৃষক। এদিকে সকাল থেকে দিল্লি চলো ডাকে হাজার হাজার কৃষকের ভিড়ে শম্ভু, পাতিওয়ালা, পাঠানা সহ বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। প্রবল ভিড় জমে যায় সিংভূ বর্ডারে। এর আগে বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের সীমানায় আটকে দেওয়া হয় সমাজকর্মী মেধা পাতকারকে।

এদিকে সকাল থেকেই হরিয়ানা, উত্তরপ্রদেশের দিক থেকে দিল্লির সব রাস্তায় কর্ডন করে দেয় পুলিশ। কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছেনা কৃষকদের। ১৪৪ ধারা জারি করেও কার্যত কোন সুফল পায়নি পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতেই দিল্লির প্রবল ঠান্ডাতে ওয়াটার ক্যানন থেকে জল ঢেলে দেওয়া হয় হরিয়ানার শোনপথে কৃষকদের ভিড় ফাঁকা করতে।

কিন্তু এত শীতে গায়ে জল পড়লেও কৃষকরা কেউ এলাকায় ছাড়েননি। কৃষকদের ওপর এমন নিষ্ঠুর পদক্ষেপের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share.
Leave A Reply

Exit mobile version