এক নজরে

দিল্লি মেট্রো চালুর আগেও সতর্কতামূলক ব্যবস্থার পরিকল্পনা

By admin

August 30, 2020

কলকাতা ব্যুরো: ৭ সেপ্টেম্বর থেকে ফের চালু হবে মেট্রো। তা চালুর আগে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে দিল্লি সরকার। দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা যাবতীয় ব্যবস্থা নেব। প্রতিটা প্রবেশ দ্বারে যাত্রীদের বাধ্যতামূলক ভাবে থার্মাল চেকিং করা হবে। কোনো টোকেন ব্যবহার করা হবে না। ব্যবহার করা হবে স্মার্ট কার্ড।প্রসঙ্গত কলকাতার ক্ষেত্রেও এই প্রতিটি পদক্ষেপই করা হবে বলে দিন কয়েক আগেই জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।