এক নজরে

সংক্রমণ বাড়তে থাকায় দিল্লিতে মিনি লকডাউন চায় সরকার

By admin

November 17, 2020

কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ফের দিল্লিতে বেশ কিছু বড় বাজার বন্ধ করতে চায় দিল্লি সরকার। মি নি লকডাউন হিসেবে চিহ্নিত করে ওই বাজারগুলি কিছুদিনের জন্য বন্ধ রাখলে করোনা সংক্রমণ কিছুটা কমবে বলে আশা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে দিল্লি সরকার তাদের মতামত জানতে চেয়েছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বেশ কিছু বাড়তি বেড করোনার চিকিৎসা ব্যবস্থা য় দিল্লির নাগরিকদের জন্য করেছে। কিন্তু তারপরেও সংক্রমণ যে হারে বাড়ছে তাতে এখনই কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে কেজরিওয়াল সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী, এখন আর করোনা চিকিৎসায় সরকারি বা বেসরকারি হাসপাতালের শয্যা অভাব নেই। কিন্তু আইসিইউ এর অভাব রয়েছে। তাই এ কারনে কেন্দ্রের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

শুধু বাজারগুলি বন্ধ করাই নয়, নতুন করে জমায়েতে নিয়ন্ত্রণ আনতে চায় সরকার। তাই বিয়ে বাড়ীর উৎসবে আবার সর্বাধিক ৫০ জন নিমন্ত্রিতের বেশি ডাকা যাবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি সরকার। এর আগে লকডাউন ওঠার পর এমন উৎসবে ২০০ জনকে নিমন্ত্রণ এর পক্ষে সায় দিয়েছিল সরকার।