%%sitename%%

এক নজরে

Abhishek Banerjee: অভিষেক-রুজিরার রক্ষাকবচের আর্জি খারিজ

By admin

September 21, 2021

কলকাতা ব্যুরো: ইডির সমনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি যোগেশ খান্না।

উল্লেখ্য, কয়লা দুর্নীতি মামলায় আজ অর্থাৎ মঙ্গলবার অভিষেক এবং তাঁর স্ত্রী’কে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইসঙ্গে একগুচ্ছ নথি আনার নির্দেশ দিয়েছিল ইডি। সেই সমন খারিজের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক এবং রুজিরা। তাঁদের বক্তব্য ছিল, দু’জনেই কলকাতার বাসিন্দা। তাই দিল্লিতে তাঁদের হাজিরা দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যায় না। 

তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর স্ত্রী’র সেই আর্জির বিরোধিতা করে ইডি। কেন্দ্রীয় সংস্থার তরফে সওয়াল করা হয়, আর্থিক তছরুপের মামলায় জাতীয় এবং আন্তঃদেশীয় প্রভাব আছে। তাই সেই মামলবার তদন্ত কোনও নির্দিষ্ট কোনও থানা বা এলাকায় আটকে রাখা যায় না।

এদিকে চলতি মাসের গোড়াতেই (৬ সেপ্টেম্বর) কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তারপর আরও দু’বার তলব করা হয়। তারইমধ্যে অভিষেককে ইডির তলব নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তৃণমূল সরকারকে জব্দ করতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অভিষেককে ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর দু’দিনের ব্যবধানে আবার হাজিরার জন্য ডেকে পাঠিয়েছে।

অন্যদিকে কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।  আগামী ৩০ তারিখ অর্থাৎ ভবানীপুর উপনির্বাচনের দিনই পাতিয়ালা হাউস কোর্টে হাজির হতে তাঁকে  নির্দেশ দেওয়া হয়েছে।  বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আদালতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর ইডির আবেদনের ভিত্তিতেই তাঁকে আদালত হাজিরার নির্দেশ দিয়েছে।