এক নজরে

দিল্লি দাঙ্গার চার্জশিটে এবার বৃন্দা ও খুরশিদও

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো: দিল্লি দাঙ্গার অতিরিক্ত চার্জশিটে এবার যুক্ত করা হলো সিপিএম নেত্রী বৃন্দা কারাত ও কংগ্রেস নেতা সলমন খুরশিদের নামও। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তারা প্ররোচনামূলক বক্তৃতা দিয়েছিলেন বলে অভিযোগ।

এর আগে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষদের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলো দিল্লি পুলিশ। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। চাপে পড়ে দিল্লি পুলিশ ব্যাখ্যা দেয়, অভিযুক্তদের জেরা করে তাদের নাম উঠে এসেছে তদন্তে। তবে অভিযুক্ত হিসেবে তাদের নাম উল্লেখ করা হয়নি। বিরোধীদের অবশ্য বক্তব্য ছিলো, বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে মোদী-শাহ। সে কারণেই কেন্দ্রের আওতাধীন দিল্লি পুলিশ এমন আচরণ করছে।

প্রসঙ্গত, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। আহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১০০ মানুষ। ওই দাঙ্গার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে আগেই জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।