এক নজরে

Omicron cases: দিল্লি ও রাজস্থানে ফের মিলল ‘ওমিক্রন’ আক্রান্তের খোঁজ

By admin

December 14, 2021

কলকাতা ব্যুরো: লাগাতার কোভিড বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে বছর শেষে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনাকে। কিন্তু এরই মধ্যে দেশজুড়ে ক্রমশই গাঢ় হচ্ছে ‘ওমিক্রন’ আতঙ্ক। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪ জনের শরীরে ধরা পড়ল সংক্রমণ। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এদিকে রাজস্থানে আক্রান্ত আরও ৮। সেখানে আক্রান্ত ১৭। এই মুহূ্র্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন রাজধানীতে নতুন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলার কথা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দিল্লির এলএনজেপি হাসাতালে ৩৫ জন করোনা আক্রান্ত ভরতি রয়েছে। করোনা সন্দেহে ভরতি ৩ জন। এদিন ১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তার মধ্যেই বাড়ছে ওমিক্রনের চোখরাঙানি। এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক জনসমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জারি থাকবে।

বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়লেও করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে মৃত্যুর খবর ছিল না এতদিন। কিন্তু সোমবারই ওমিক্রনের প্রথম গ্রাসের খবর এল ইংল্যান্ড থেকে। সেদেশে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই খবর জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই। এরপর থেকেই আতঙ্ক আরও বেড়েছে।