এক নজরে

Rajnath Singh’s Statement: খোঁজ মিললো বিপিন রাওয়াতের কপ্টারের ব্ল্যাকবক্সের

By admin

December 09, 2021

কলকাতা ব্যুরো: কুন্নুরের চপার দুর্ঘটনায় প্রয়াত সস্ত্রীক CDS Bipin Rawat। বৃহস্পতিবার সংসদের দুই কক্ষেই শোকজ্ঞাপন করা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন মন্ত্রী জানান, তিন পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তিনি জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের।

এদিন সংসদের দুই কক্ষেই বিবৃতি পেশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। বুধবার তামিলনাড়ুর কুন্নরে IAF এর Mi-17 চপার ভেঙে পড়ার ঘটনায় প্রয়াত দেশের প্রথম CDS বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ সহ মোট ১৪ জন। এদিন রাজনাথ সিং নিশ্চিত করেন যে ওই ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে চপার দুর্ঘটনায়। তিনি বলেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছেন। তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হচ্ছে। এদিনই প্রয়াত সেনা আধিকারিকদের একটি বিমানে দিল্লি নিয়ে আসা হবে। তাঁদের শেষকৃত্যও উপযুক্ত মর্যাদায় হবে।

রাজনাথ সিং আরও জানান, ইতিমধ্যেই চিফ এয়ার স্টাফ ভি আর চৌধুরী গিয়েছেন ঘটনাস্থলে। এদিকে ফরেনসিকও এদিন ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার হয় ব্ল্যাকবক্স। সেটি খতিয়ে দেখেই কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা বোঝার চেষ্টা করা হবে।

রাজনাথ সিং বলেন, বুধবার ১২:১৫ মিনিটে কপ্টারটির ওয়েলিংটনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু, ১২.০৮ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুন্নুর এলাকার বাসিন্দারা চা বাগানের মধ্যে ওই সেনা চপারের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দেখেন আগুন লেগে গিয়েছে ওই মিলিটারি হেলিকপ্টারে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।

তাঁর সংযোজন, প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিমান থেকে যতজনকে উদ্ধার করা সম্ভব ছিল করে। মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। বিমানে উপস্থিত ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। CDS বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, তাঁর নিরাপত্তারক্ষী ব্রিগেডিয়ার এল এস লিড্ডার সহ সেনা আধিকারিক ও কর্মীরা ছিলেন।