এক নজরে

নভেম্বরে ভারতের সেনাপ্রধান নেপাল যাচ্ছেন

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: উত্তরাখণ্ডের একাংশকে তাদের অন্তর্ভুক্ত বলে দাবি করে রাজনৈতিক ম্যাপ কিছুদিন আগেই প্রকাশ করেছে নেপাল। আবার কেন্দ্রীয় গোয়েন্দা কয়েকদিন আগেই দিল্লিকে তথ্য দিয়েছেন, নেপালের অন্তত সাতটি জেলার একটা বড় অংশ চিন তাদের দখলে নিয়ে নিয়েছে। এই আবহেই ৪ নভেম্বর নেপালে যাচ্ছেন ভারতীয় সেনা প্রধান এম এম নর্ভানে।কাঠমান্ডুতে গিয়ে সেখানকার সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা ভারতের সেনাপ্রধানের। ৪ থেকে ৬ নভেম্বর নেপালে থাকবেন তিনি। গত মে মাসে নেপাল সংসদ উত্তরাখণ্ডের একটা অংশকে তাদের অন্তর্ভুক্ত বলে সিলমোহর দিয়েছিল। তারপরে সে দিক দিয়ে দেখতে গেলে এটাই বর্তমান আবহে নেপালের সঙ্গে ভারতের প্রথম সেনা পর্যায়ে বৈঠক।ভারতের সঙ্গে নেপালের প্রায় ১৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। নেপাল সরকারের প্রকাশিত মানচিত্র অনুযায়ী উত্তরাখণ্ডের লিপুলেক, কালাপানি এবং লিপিধুরা তাদের অন্তর্ভুক্ত জানিয়ে দাবি করেছে নেপাল। ইতিমধ্যেই তাতে আপত্তি জানিয়েছে ভারত সরকার। সে ব্যাপারে ভারতের সেনাপ্রধান আলোচনা করবেন বলে খবর।একদিকে যখন ভারতীয় সেনাপ্রধানকে বর্তমান আবহে নেপাল পাঠানো হচ্ছে, তেমনই মায়ানমার, মালদ্বীপ, বাংলাদেশ এবং শ্রীলংকা, ভুটান, আফগানিস্থানে বাড়তি নজর দেওয়ার পরিকল্পনা করেছে ভারত। কারণ এই দেশে গুলি চিনের আশপাশে। আর বর্তমানে চিনকে নিয়ে বাড়তি মাথাব্যথার মধ্যে নেপালকে বেশি নজর রাখতে হচ্ছে রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে।কয়েকদিন আগেই ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী চিন নেপালের অন্তত সাতটি রাজ্যের একটা বড় অংশ নিজেদের বলে দাবি করে মূল সীমান্ত চিহ্নিত পিলার সরিয়ে দিয়েছে। ভারত নিজের সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখছে না।