কলকাতা ব্যুরো: এবার দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বর্তমানে গোয়ায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। বিশেষ সূত্রের খবর, বর্তমানে দীপিকা পাড়ুকোন ৩ জন আইনজীবীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ৩ জন আইনজীবীর পাশাপাশি দীপিকার সঙ্গে রয়েছে মোট ১২ জন আইনজীবীর একটি দল। নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, দীপিকা পাডুকোনকে ২৫ সেপ্টেম্বর এবং শ্রদ্ধা কাপুর ও সারা আলি খান কে ২৬ সেপ্টেম্বর এনসিবি হাজিরা দেওয়ার জন্য তলব করেছে।

আবার এর আগে এনসিবি সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল। একইসঙ্গে সমন পাঠিয়েছিল দীপিকা পাড়ুকোনের বর্তমান ম্যানেজার কারিশমা প্রকাশকে এবং একটি কোম্পানির সিইওকে। এনসিবির দাবি, দীপিকা সহ চারজনের নাম রেহা চক্রবর্তীর জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল।

Share.
Leave A Reply

Exit mobile version