এক নজরে

কাল এনসিবিতে দীপিকার সঙ্গে হাজির থাকতে চান রনবীর

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: স্ত্রী দীপিকা পাডুকোনকে এনসিবির জেরার মুখে একা ছাড়তে নারাজ অভিনেতা রণবীর সিং। দীপিকাকে জিজ্ঞাসাবাদের সময় স্বামী হিসেবে সেখানে হাজির থাকতে চান তিনি। এ ব্যাপারে তিনি এনসিবির কাছে লিখিত আবেদন জানিয়েছেন। যদিও আদপে এনসিবি সে অনুমতি দেবে কি না তা সকলেরই অজানা।

শনিবার এই অভিনেত্রী মুম্বাইয়ের এনসিবির দপ্তরে হাজির হবেন বলে জানিয়েছেন। আবার এদিকে আবেদন করে রনবীর সিং জানিয়েছেন, কিছু কিছু সময় দীপিকা প্রবল উত্তেজনার ভোগেন। এমনকি তার মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হয়। ফলে এই পরিস্থিতির জন্য তিনি দীপিকার জিজ্ঞাসাবাদের সময় এনসিবি দপ্তরে সামনে হাজির থাকতে চান।

শনিবার সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের এনসিবির সামনে হাজির হবার কথা। যদিও সমন পেয়ে গোয়া থেকে এরা সকলেই বৃহস্পতিবার চলে আসেন মুম্বাইয়ে। কিন্তু রাকুল প্রীত সিং ছাড়া এখনো কেউ এনসিবির মুখোমুখি হননি। গোটা ঘটনার জন্য দীপিকা ঠারেঠোরে অভিযোগ করেছেন তার ম্যানেজারের বিরুদ্ধে। ব্যক্তিগত চ্যাট কেন তিনি রেখেছেন সে ব্যাপারেও প্রশ্ন তুলেছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী।

যদিও তাদের অনেকেরই দাবি, দীপিকা এতটাই বলিউডে স্থায়ী জায়গা করে নিয়েছেন যে তার প্রতি ঈর্ষা থেকে কেউ কেউ তার গায়ে কালি লাগাতে চাইছে।