কলকাতা ব্যুরো: হোয়াটসআপে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও তিনি নিজে কোনো মাদক নেন না বলে এনসিবির তদন্তকারীদের জানিয়েছেন তিনি। চ্যাটের কথা স্বীকার করলেও এদিন তদন্তে দীপিকা অসহযোগিতা করেছেন বলে এনসিবি সূত্রের খবর। তাকে ফের তলব করা হতে পারে। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির পাঁচ জন অফিসার। তার মধ্যে মহিলা অফিসারও ছিলেন। প্রায় সাড়ে চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। তার ম্যানেজার করিশমার মুখোমুখি বাসিয়েও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিন সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও প্রায় ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবির তদন্তকারীরা। তাদেরতারা নিজেরা মাদক নেওয়ার কথা অস্বীকার করেন। যদিও সুশান্ত সিং রাজপুতকে ড্রাগ নিতে দেখেছেন বলে জানান শ্রদ্ধা। এর আগে বোম্বে হাইকোর্টে তার জামিনের আবেদনে সুশান্তের বান্ধবী রেহা চক্রবর্তী ও অভিযোগ করেন, মাদক সরারাহের জন্য তাকে এবং তার ভাই সৌভিককে ব্যবহার করেছেন সুশান্ত।
এদিন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এক কর্মীকেও গ্রেপ্তার করে এনসিবি। এই প্রসঙ্গে করণ বলেন, সংস্থার কোনো কর্মী ব্যক্তিগত ভাবে কোনো অনৈতিক কাজে যুক্ত থাকলে তার জন্য আমি বা সংস্থা যুক্ত নয়। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বাড়ি থেকে ভালো পরিমান মাদক মিলেছে। সূত্রের খবর, করন জোহরকেও তলব করতে পারে এনসিবি।