কলকাতা ব্যুরো: একা কঙ্গনা কাপিয়ে দিচ্ছেন মুম্বাই। এক অভিনেত্রীর বাক্যবাণ ঘিরেই উত্তাল মুম্বাই থেকে মহারাষ্ট্র। আর কঙ্গনা রানাওয়াতের সেই বাক্যবাণে এখন গোটা দেশ মোটামুটি বিভক্ত দুই শিবিরে। একপক্ষ কঙ্গনার মর্দানি ভূমিকায় তাকে ধন্য ধন্য করছেন। আবার অন্যপক্ষ তার এই ‘ বাড়াবাড়ি ‘ কে সমালোচনা করতেও ছাড়ছেন না। এই অবস্থাতেই বাড়ি ভাঙ্গা ইস্যুতে মুখ খুললেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড় নবিশ।
কঙ্গনার বাড়ি ভাঙ্গা য় দেবেন্দ্রর শিবসেনাকে কটাক্ষ, দাউদ ইব্রাহিমের বাড়ি ভাঙতে পারে না আর জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর বাড়ি ভাঙতে গেছে। একইসঙ্গে ফর নবিশের পরামর্শ শিবসেনাকে, কঙ্গনা নয় করোনা নিয়ে ভাবুন।
অন্যদিকে কঙ্গনা রানাওয়াত জানিয়ে দিয়েছেন, আর্থিক সংকটে থাকায় তিনি ওই ভাঙ্গা অফিস থেকেই তার কাজকর্ম চালাবেন।
যদিও যে ব্যক্তির সঙ্গে তার বাকযুদ্ধ থেকে গন্ডগোল আরও বেড়েছে সেই বিজেপি সাংসদ সঞ্জয় রাউত অবশ্য এদিন বলেন, বেআইনি বাড়ির ভাঙ্গা হয়েছে কি হয়নি সে ব্যাপারে পুরসভার সঙ্গে যোগাযোগ করুন।
Previous Articleফাঁকা বাড়িতে মদ খেয়ে ইটের আঘাত, মৃত
Next Article সংক্রমণ সামান্য বেশি, সুস্থতা সামান্য কম
Related Posts
Add A Comment