এক নজরে

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু জ্যোতিষীর

By admin

November 01, 2020

কলকাতা ব্যুরো: বদ্ধ ঘরে আগুনে পুড়ে মৃত্যু হল জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। শনিবার গভীর রাতে বাগুইআটির সমর দে সরণিতে ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়েই দ্রুত যায় পুলিশ এবং দমকল। একটি ঘিঞ্জি এলাকার মধ্যে বাড়িতে আগুন নেভাতে প্রথমে বেগ পেতে হয়।পরে কোন রকম ভাবে আগুন নিভিয়ে দরজা ভেঙ্গে ওই ঘরে ঢুকলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ওই জ্যোতিষীকে। প্রাথমিকভাবে দমকলের ধারণা, সিগারেটের আগুন থেকেই এত বড় বিপর্যয় ঘটে যায়। কারণ ঘরের সোফাতেই প্রথম আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। পরে তা বদ্ধ ঘরের মধ্যেই ছড়িয়ে পড়ে। দম বন্ধ হয় মারা যান তিনি।