এক নজরে

#BhawanipurMurder: মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই জোড়া খুন

By admin

June 07, 2022

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীর বাড়ির অদুরেই এবার জোড়া খুন। গুলি করে, চাকু দিয়ে কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে ভবানীপুরের গুজরাতি দম্পতিকে। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সোমবার সন্ধ্যায়, ভবানীপুরে বাড়ি থেকে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধারের পর তদন্তে নামে কলকাতা পুলিশ এবং গোয়েন্দারা। ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, দেহ দুটি যেখানে মিলেছে তার থেকে ৪০০ মিটার পর্যন্ত পুলিশ কুকুর গন্ধ শুঁকে পৌঁছে গিয়েছে । ৪০০ মিটার এর পর কুকুরের অবস্থান না বদলানো খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজটা এখান থেকেই শুরু করতে চাইছেন পুলিশ কর্তারা।

প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তারা কারা সে বিষয়ে খোঁজ-খবর করছে গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক অন্য বিষয় গুলি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিন দেহ উদ্ধারের খবর জানার পরে সেখানে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আসেন এলাকার তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ও। ফিরহাদ জানিয়েছেন, পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করা হবে। তাদের কোনও ভাবেই ছাড়া হবে না।