কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন সৌরভ কন্যা। তবে অবস্থা স্থিতিশীল। বাংলার ‘মহারাজ’-এর পরিবারের আরও কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কাকা, খুড়তুতো ভাই, তাঁর স্ত্রীরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিত হয়েছেন বিসিসিআই সভাপতির আপ্ত সহায়কও।
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসক সরোজ মণ্ডল, ডক্টর সপ্তর্ষি বসু ও ডক্টর সৌতিক পাণ্ডা তাঁর চিকিৎসা করেন। হাসপাতাল সূত্রে জানা যায় মহরাজের ভাইরাল লোড ১৯.৫ ছিল। তাঁর মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়। তাঁকে অ্যান্টিবডি ককটেল নামক ইঞ্জেকশন দেওয়া হয়। জ্বর-শ্বাসকষ্ট ছিল না। কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতাও ছিল না।
এদিকে, বঙ্গ ক্রিকেটে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। সাত বঙ্গ ক্রিকেটারের পরই জানা গিয়েছিল আক্রান্ত হয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। এবার শোনা যাচ্ছে সংক্রমিত আরেক প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক দিন্দাও। তবে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
অন্যদিকে ফের বিগ বি’র বাড়িতেও হানা দিয়েছে করোনা ভাইরাস। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তাঁর বাংলো জলসার একজন স্টাফ কোভিডে আক্রান্ত। বৃহন্মুম্বই পুরনিগমের নির্দেশ অনুযায়ী, তাঁকে কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছে।
একটি ছবি পোস্ট করে অমিতাভ নিজেও জানিয়েছেন, বর্তমানে কঠিন কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন তিনি ও তাঁর পরিবার।