এক নজরে

Dattapukur Local Halts: দোমহনীর আতঙ্ক ফিরলো বামনগাছিতে

By admin

January 16, 2022

কলকাতা ব্যুরো: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন দত্তপুকুর লোকাল। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদা-বনগাঁ শাখার বামনগাছি স্টেশনের কাছে। রেল সূত্রে জানা গিয়েছে, যে লাইন ধরে ট্রেনটি এগোচ্ছিল, তারই একটি অংশে ফিশপ্লেট ভাঙা ছিল। আগেভাগে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসাতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ডাউন দত্তপুকুর লোকালের এক যাত্রী জানিয়েছেন, বামনগাছি স্টেশনের কাছে হঠাৎই বিকট একটা শব্দ শুনতে পান তাঁরা। সেই শব্দ রেললাইন লাগোয়া বস্তিবাসীর কানেও যায়। ওই আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যায় ৷ দৌড়ে রেললাইনের কাছে পৌঁছন তাঁরা। দেখেন, লাইনের বেশ খানিকটা অংশ ভেঙে গিয়েছে। সঙ্গে সঙ্গে রেলকর্মীদের খবর দেন বাসিন্দারা ৷ ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতির কাজ শুরু করেন তাঁরা।

এর ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ভাঙা ফিশপ্লেটের জায়গায় অন্য ফিশপ্লেট বসানো হয়। সরিয়ে ফেলা হয় অকেজো অংশ। কর্মীরা লাইন সারাইয়ের কাজ শেষ করার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা। গোটা ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে। তবে রবিবার ছুটির দিন হওয়ায় বড় কোনও সমস্যা হয়নি কিন্তু, এই ঘটনাই যদি সপ্তাহের অন্য কোনও কাজের দিনে হত, তাহলে সমস্যায় পড়তে হত অফিসযাত্রীদের। তাছাড়া, বাসিন্দাদের চোখে সমস্যা নজরে না এলে ঘটে যেতে পারত আরও একটা ভয়াবহ দুর্ঘটনা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধেবেলা ময়নাগুড়ির দোমহনীতে বেলাইন হয়ে যায় বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে। বামনগাছির ঘটনায় আবারও ফিরল সেই আতঙ্ক ৷ তবে কী কারণে এদিন হঠাৎ বিকট শব্দে ফিশপ্লেট ভাঙল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।